ইংলিশ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়া লিভারপুলের বিজয় মিছিলে সমর্থকদের ভিড়ের মধ্যে একটি গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে।
ক্লাবটি এবার শিরোপা জেতার পর লিভারপুল শহরে এই বিজয় মিছিল বা শোভাযাত্রার আয়োজন করা হয়েছিলো।
শোভাযাত্রায় ব্যাপক ভিড়েরর মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনাটি যেখানে ঘটেছে সেই ওয়াটার স্ট্রীট বন্ধ করে দেয়া হয়েছে।
আহতদের মধ্যে অন্তত ২৭ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
লিভারপুল সিটি মেয়র স্টিভ রোথার্যাম বলেছেন হাসপাতালে চারজন মারাত্মক আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
তিনি বলেছেন পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।
ওদিকে পুলিশ বলেছে এই ঘটনার সঙ্গে কোন সন্ত্রাসী কার্যক্রমের যোগসূত্র নেই।
এর মধ্যে ৫৩ বছর বয়সী একটি ব্রিটিশকে আটক করা হয়েছে। পুলিশ মনে করছে তিনিই গাড়িটি চালাচ্ছিলেন।
এদিকে লিভারপুল ক্লাব এক বিবৃতিতে ক্লাবটি প্রিমিয়ার লীগ শিরোপা জেতা উপলক্ষ্যে আয়োজিত সব ইভেন্ট স্থগিত করেছে।