পাবনার সাঁথিয়ায় পৌর কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ৩টায় পাউবো সাঁথিয়া সম্মেলন কক্ষে তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় ও নুরুল আমিন নান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাবনা জেলা কৃষকদলের সিনি: যুগ্নআহবায়ক হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিপ,যুগ্নসাধারণ সম্পাদক আহসানুল হক মুন্না,সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, সাঁথিয়া উপজেলা বিএনপি’র যুগ্নআহবায়ক মীর নাজমুল বারী নাহিদ, আকতারুজ্জামান খোকন, পৌর বিএনপি’র আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে, যুগ্নআহবায়ক আবুল কালাম আজাদ, এড.শামসুজ্জামান নান্নু, আফছার আলী প্রমুখ। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা কর্মীরা তাদের মতামত জেলার নেতৃবৃন্দদের নিকট উপস্থাপন করেন।