ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা Logo মোবাইল-ই কাল হলো নবম শ্রেণীর ছাত্রী জ্যামির, শিক্ষকের শাসন -অতঃপর বিষপানের মৃত্যু Logo রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে ২ বাসে আগুন Logo রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত Logo চুয়াডাঙ্গায় অবৈধ সার ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও জরিমানা Logo মহাদেবপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা Logo দুর্গাপুরে ‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন  Logo শীতের গন্ধ, তাপমাত্রা কমছে প্রতিদিন দুই ডিগ্রি ঈশ্বরদীতে দোকানে উঠছে শীতের সোয়েটার-জ্যাকেট, কম্বল Logo পদ্মার চরজুড়ে চলছে ‘অপারেশন ফার্স্ট লাইট’ Logo নীলফামারীতে চার দফা দাবী বাস্তবায়নে বিসিএস প্রভাষক পরিষদের মানবন্ধন ও সংবাদ সম্মেলন

ভোলা তজুমদ্দিনে স্লুইসগেট নির্মাণ কাজের অনিয়ম অনুসন্ধানকালে সাংবাদিকদের উপর হামলা ॥ গ্রেফতার-১

ভোলার তজুমদ্দিনে পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর অধিনে ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রাব্বানী কনন্ট্রাকশনের স্লুইসগেট নির্মাণকাজে অনিয়মের খবর সংগ্রহকালে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ ৬ জন আহত হয়। এদের মধ্য থেকে ৪ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে শুক্রবার সকালে আজগর আলী নামে ১ জনকে গ্রেফতার করে পুলিশ জেল হাজতে প্রেরণ করেন।
হামলার শিকার সাংবাদিক তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক জানান, চাঁদপুর ইউনিয়নে নতুন স্লুইসগেটের ঢালাইসহ নির্মাণকাজ চলমান রয়েছে। এলাকাবাসী সাংবাদিকদের ফোন দিয়ে জানাইলে দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা রফিক সাদীসহ কয়েকজন সাংবাদিক সেখানে যান। এ সময় তাঁরা দেখেন সেখানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো কর্মকর্তা নেই। ঠিকাদারের প্রকৌশলীও ছিলেন না। শ্রমিকেরা কাঁদা মিশ্রিত নিন্মমানের পাথর, বালু, জমাট বাধা সিমেন্ট দিয়েই ঢালায়ের কাজ করছেন। তাঁরা দেখেন বালু, পাথর ও সিমেন্টের অনুপাত ঠিক নেই। এসব বিষয়ে তথ্য ও ভিডিও চিত্র ধারন করতে গেলে ঠিকাদারের পক্ষের লোক হাফেজ ও রুবেল সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে গালমন্দ করেন। তর্ক-বিতর্কের এক পর্যায়ে আজগর আলী ও আলাউদ্দিন দলবল নিয়ে সাংবাদিকদের উপর হামলা করেন। এ সময় ঢাকা প্রতিদিনের তজুমদ্দিন উপজেলা সংবাদদাতা মোঃ ফারুককে লাঞ্ছিত করেন তারা। পরে গ্রামবাসী সাংবাদিকদের পক্ষ নিলে শ্রমিকেরা তাঁদের উপরও হামলা চালায়। এ সময় দু’পক্ষের সংঘর্ষে মো. শামীম, মো. সেলিম, মো. ফারুক, সালাউদ্দিন, ইয়ামিনসহ ৬ জন গ্রামবাসী আহত হন। তাঁদের মধ্যে ৪ জনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আহত সাংবাদিক মোঃ ফারুক তজুমুদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর শুক্রবার অভিযান চালিয়ে আজগর আলী নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে।
পাউবো সূত্র জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রাব্বানী কনস্ট্রাকশন ২টি জলকপাটসহ ৬ দশমিক ২ কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ ও বাঁধের তীরে ব্লক ফেলার কাজ করছে। এ কাজের চুক্তিমূল্য ৭৪ কোটি ১৭ লাখ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মো. মমিন বলেন, পাথর, বালু, সিমেন্টের অনুপাত ঠিক ছিল। তিনি আরও বলেন, যখন সাংবাদিকেরা সাইটে গেছেন; তখন সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা ছিলেন না। তাঁরা অন্য কাজে ছিলেন। এই প্রকৌশলী বলেন, শ্রমিকেরা অশিক্ষিত ও স্থানীয়, তাই তাঁরা কথা-কাটাকাটি করেছেন, যা তাঁদের কাম্য ছিল না।
পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. তানভীর হাসান অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, বৃহস্পতিবার ইউএনওর কার্যালয়ে জরুরি সভায় ছিলেন তিনি। ২টা পর তিনি সোনাপুরের সাইটে ছিলেন। আবার অন্য একটি সাইটে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসেছিলেন। সেখানেও তাঁকে সময় দিতে হয়েছে।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, সাংবাদিকদের হামলার ঘটনায় আজগর আলী নামে অভিযুক্ত ১ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া অভিযুক্ত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলমান আছে।
এ ঘটনায় সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা

ভোলা তজুমদ্দিনে স্লুইসগেট নির্মাণ কাজের অনিয়ম অনুসন্ধানকালে সাংবাদিকদের উপর হামলা ॥ গ্রেফতার-১

Update Time : ১২:১৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

ভোলার তজুমদ্দিনে পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর অধিনে ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রাব্বানী কনন্ট্রাকশনের স্লুইসগেট নির্মাণকাজে অনিয়মের খবর সংগ্রহকালে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ ৬ জন আহত হয়। এদের মধ্য থেকে ৪ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে শুক্রবার সকালে আজগর আলী নামে ১ জনকে গ্রেফতার করে পুলিশ জেল হাজতে প্রেরণ করেন।
হামলার শিকার সাংবাদিক তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক জানান, চাঁদপুর ইউনিয়নে নতুন স্লুইসগেটের ঢালাইসহ নির্মাণকাজ চলমান রয়েছে। এলাকাবাসী সাংবাদিকদের ফোন দিয়ে জানাইলে দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা রফিক সাদীসহ কয়েকজন সাংবাদিক সেখানে যান। এ সময় তাঁরা দেখেন সেখানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো কর্মকর্তা নেই। ঠিকাদারের প্রকৌশলীও ছিলেন না। শ্রমিকেরা কাঁদা মিশ্রিত নিন্মমানের পাথর, বালু, জমাট বাধা সিমেন্ট দিয়েই ঢালায়ের কাজ করছেন। তাঁরা দেখেন বালু, পাথর ও সিমেন্টের অনুপাত ঠিক নেই। এসব বিষয়ে তথ্য ও ভিডিও চিত্র ধারন করতে গেলে ঠিকাদারের পক্ষের লোক হাফেজ ও রুবেল সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে গালমন্দ করেন। তর্ক-বিতর্কের এক পর্যায়ে আজগর আলী ও আলাউদ্দিন দলবল নিয়ে সাংবাদিকদের উপর হামলা করেন। এ সময় ঢাকা প্রতিদিনের তজুমদ্দিন উপজেলা সংবাদদাতা মোঃ ফারুককে লাঞ্ছিত করেন তারা। পরে গ্রামবাসী সাংবাদিকদের পক্ষ নিলে শ্রমিকেরা তাঁদের উপরও হামলা চালায়। এ সময় দু’পক্ষের সংঘর্ষে মো. শামীম, মো. সেলিম, মো. ফারুক, সালাউদ্দিন, ইয়ামিনসহ ৬ জন গ্রামবাসী আহত হন। তাঁদের মধ্যে ৪ জনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আহত সাংবাদিক মোঃ ফারুক তজুমুদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর শুক্রবার অভিযান চালিয়ে আজগর আলী নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে।
পাউবো সূত্র জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রাব্বানী কনস্ট্রাকশন ২টি জলকপাটসহ ৬ দশমিক ২ কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ ও বাঁধের তীরে ব্লক ফেলার কাজ করছে। এ কাজের চুক্তিমূল্য ৭৪ কোটি ১৭ লাখ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মো. মমিন বলেন, পাথর, বালু, সিমেন্টের অনুপাত ঠিক ছিল। তিনি আরও বলেন, যখন সাংবাদিকেরা সাইটে গেছেন; তখন সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা ছিলেন না। তাঁরা অন্য কাজে ছিলেন। এই প্রকৌশলী বলেন, শ্রমিকেরা অশিক্ষিত ও স্থানীয়, তাই তাঁরা কথা-কাটাকাটি করেছেন, যা তাঁদের কাম্য ছিল না।
পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. তানভীর হাসান অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, বৃহস্পতিবার ইউএনওর কার্যালয়ে জরুরি সভায় ছিলেন তিনি। ২টা পর তিনি সোনাপুরের সাইটে ছিলেন। আবার অন্য একটি সাইটে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসেছিলেন। সেখানেও তাঁকে সময় দিতে হয়েছে।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, সাংবাদিকদের হামলার ঘটনায় আজগর আলী নামে অভিযুক্ত ১ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া অভিযুক্ত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলমান আছে।
এ ঘটনায় সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।