পাবনার ঈশ্বরদীতে অবস্থিত ডাল গবেষণা কেন্দ্র ও ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বিএআরআই আয়োজনে সেমিনার হলে শনিবার (২৪ মে) থেকে দুইদিন ব্যাপী আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা এবং কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের পরিচালক (গবেষণা ) ড. মুন্সী রাশীদ আহমদ
ঈশ্বরদীস্হ ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বিএআরআই পরিচালক
ড. মো. মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চল রাজশাহী, কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চল বগুড়া ও ড. আব্দুর রউফ সাবেক পরিচালক বিএআরআই ঈশ্বরদী।
জাত উদ্ভাবন বিষয়ে আলোচনা করেন, উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আখতারুজ্জামান আরএআরএস, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহিনুজ্জামান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম, ড. মো. গোলাম আযম, ড. শাহিন ইকবাল, ড. শামসুল আলম, ড. দেবাশিষ সরকার, উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামাল উদ্দিন আরএআরএস, ড. আরিফুর রহমান, আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ, ড. মো. শাখওয়াত হোসেন ও ড. আরিফুল ইসলাম।
প্রাধান অতিথি বলেন, আমাদের বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে কৃষির নানা জাত উদ্ভাবন করে থাকেন। এসকল কিছু গবেষণার মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবেনা। এসকল নতুন নতুন গবেষণা যেন কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। সকল কিছুর চালিকা শক্তি হচ্ছে কৃষি। দেশে প্রতিনিয়ত জনসংখ্যা বেড়ে যাওয়াতে নতুন নতুন বাড়ি এবং কলকারখানা গড়ে উঠছে। নানা কারণে দেশে ক্রমান্বয়ে কৃষি জমি কমে যাচ্ছে। অল্প জমিতেই বেশি ফলন ফলাতে হবে। আমাদের উদ্ভাবিত সকল জাতের উপর সঠিকভাবে কৃষকদের প্রশিক্ষণ দিতে পারলে গতানুগতিকের চেয়ে ফলন তুলনামূলক বৃদ্ধি পাবে।
স্বাগত বক্তব্য রাখেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাল গবেষণা কেন্দ্র বিএআরআই ড. মো. সুলতান আহমেদ।