
পাবনার সাঁথিয়ায় নব গঠিত নন্দনপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটিতে ত্যাগী ও নির্যাতিতদের বাদ কমিটি দেয়ায় উপজেলা আহবায়ক খায়রুন নাহার মিরুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি ও ছাত্রদল নেতা কর্মীরা।
শুক্রবার বিকেলে নন্দরপুর বাজারে নবগঠিত ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও পদ বঞ্চিত ত্যাগী নেতা কর্মীদের আয়োজনে এক বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় ছাত্রদল নেতা সালমান বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন নন্দনপুর ইউনিয়নর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, নব কমিটির সিনি. যুগ্ন আহবায়ক রেজাউল করিম সুজন, সোলাইমান হোসেন পলাশ, সেলিম রেজা বিদ্যুৎ,আসলাম মোল্লা, আবু সাঈদ,পলাশ বিশ্বাস, কামাল প্রামানিক, সদস্য মাহাতাব মাস্টার, মাসুদ রানা প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমান উপজেলা আহবায়ক খায়রুন্নাহার খানম উড়ে এসে জুড়ে বসে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের জন্য নন্দনপুরসহ বিভিন্ন ইউনিয়নে উৎকোচের বিনিময়ে বিতর্কিত কমিটি দেন। যা নন্দনপুর ইউনিয়ন বিএনপি নেতা কর্মীরা মেনে নিবে না। তারা অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও নির্যাতিতদের দিয়ে কমিটি উপহার দেয়ার আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত: গত ৭ নন্দনপুর ইউনিয়ন বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি দেন উপজেলা আহবায়ক ও সদস্য সচিব। সেখানে উল্লেখ থাকে আগামী ১ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
পাবনা প্রতিবেদক 


















