ক্ষমতা খুব লোভনীয় বিষয়। বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসে আর ক্ষমতা ছাড়তে চাচ্ছেনা। সংস্কারের নামে নির্বাচন দিতে কালক্ষেপন শুরু করেছে। তারা বিলাসবহুল জীবন যাপন করা শুরু করেছে। তিনি আরো বলেন, বিএনপি নিয়ে বিভিন্ন দল ও বর্তমান সরকার নানা ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে পথ অত্যন্ত কঠিন করে তুলছে। এজন্য আগামী সংসদ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপি রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
বৃহস্পতিবার বিকেলে বিএনপি রাজশাহী মহানগরীর অধিনস্থ মতিহার থানা বিএনপি’র আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১দফা কর্মসূচী বাস্তবায়ন এবং তৃনমুলকে সুসাংগঠনিক করার লক্ষে মতিহার থানা বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এই কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সংস্কার চলসমান প্রক্রিয়া। একদিনে বা স্বল্প সময়ের মধ্যে একটি দেশের সংস্কার করা কারো পক্ষে সম্ভব নয়। এজন্য তারেক রহমান ৩১দফা ঘোষনা করেছেন। এই দফায় রাষ্ট্র সংস্কারের সকল প্রকার উপদান রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সেইসাতে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না দিলে আবারো দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে উল্লেখ করনে প্রধান প্রতিথি।
তিনি আরো বলেন, সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা বাদ দিতে হবে। কারন বাংলাদেশের সংস্কার চলমান। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সংস্কার করে গেছেন। এখন নতুন করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার করছেন। আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার আবারও সংস্কার শুরু করবে। এজন্য তার কালক্ষেপন নয় দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমা দিয়ে নিজ নিজ জায়গায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। মতিহার থানা বিএনপি’র আহ্বায়ক একরাম আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আল-মামুন বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর ড.এনামুল হক, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, চন্দ্রিমা থানা বিএনপি’র সভাপতি ফাহিজুল হক ফাহি, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, বোয়ালিায়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি শামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কাশিয়াডাঙ্গা বিএনপি’র সদস্য সদস্য সচিব মজিউল আহসান হিমেল, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসরাম জনি, মহানগর শ্রুমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিকউদ্দিন সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।