পাবনার ঈশ্বরদীতে বিমান বাহিনীর চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
আটককৃতরা হলো, পৌর এলাকার ফতেমাহাম্মদপুর নিউ কলোনী এলাকার মৃত দিলসের ছেলে নাদিম, একই এলাকার বাপ্পি আলমের ছেলে শিহাব হোসেন এবং আজগর হোসেনের ছেলে আল আমিন। এ সময় তাদের কাছ থেকে মোবাইল সাদৃশ্য তিনটি ওয়াকি টকি, বিমান বাহিনীর ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়।
ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ফতেমাহাম্মদপুর ড্রাইভারপাড়া এলাকার মৃত মহিউদ্দিন খানের বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার রাতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল।
গত ১৫ মে ভুক্তভোগী জাভেদ খানের ছেলেদের ট্রেনিং করার কথা বলিয়া প্রতারক চক্র রাজশাহী চিড়িয়াখানায় নিয়ে যায়। সেখানে তাদের দৌড়, সাঁতার কাটা, লম্ফ ঝাফ করায় পরে একশত পঞ্চাশ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষরকৃত একটি চাকুরীর চুক্তিনামা প্রদান করে। ভুক্তভোগী জাভেদ খানের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার পাবনা মহোদয়ের দিকনির্দেশনা ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারের তত্ত্বাবধানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে পৌর এলাকার ফতেমাহাম্মদপুর নিউ কলোনী এলাকা থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত তিনজন সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য, তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে চাকরির প্রলোভনে এ ধরনের প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।