বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি করে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে যে অবস্থান নিয়েছে সেটি দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন নিজেই।
সন্ধ্যার পর অস্থায়ী একটি মঞ্চ থেকে সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তৃতায় তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের অবিলম্বে পদত্যাগ দাবি করে বলেন "এরপর পদত্যাগ করতে হবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে"।
“দুই উপদেষ্টার সাথে আমার পরিচয় নাই। শত্রুতা বা বৈরিতা নেই। এখানে কেবল গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকারের জন্য আমাকে রাস্তায় নামতে হয়েছে। ওনারা পদত্যাগ করে যে দলের সদস্য কিংবা যে দলের সদস্য হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন। সরকারের ওপর হস্তক্ষেপ চলবে না,” বলেছেন তিনি।
মি. হোসেন অভিযোগ করেন যে তার মামলার বিষয়ে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করা হয়েছে, রায় প্রদানের সময় আর আজ নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা হয়েছে।
“আমি মাত্র একজন প্রার্থী। আমার সাথে যদি এই আচরণ হয় যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন আসবে। তাহলে এ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে এটা আশা করতে পারেন?”
তিনি বলেন, “আমাদের পেছনে ফেরার সুযোগ নেই। যতদিন দাবি না মানা হবে ততদিন আমরা এখান থেকে যাবো না। আমি এখানে অবস্থান নেবো।”
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত ১৪ই মে থেকে কর্মসূচি পালন করে আসছেন সমর্থকরা।
মঙ্গলবার নগর ভবনের সামনে থেকে তারা ঘোষণা দিয়েছিলেন, বুধবার সকাল ১০টার মধ্যে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বুধবার সকাল দশটার পর নগর ভবনের সামনে থেকে এসে তারা মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থান নেন।
এর আগে ২৭শে এপ্রিল মি. হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে তার শপথ অনুষ্ঠান হয়নি এখনো।