প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৫, ৬:৩৭ পি.এম
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ছাই

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি বাড়ি। শুক্রবার( ১৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হিন্দু পাড়ায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে । আগুনে আসবাপত্র, নগদ অর্থ, ধান-চাল, গরু-ছাগলসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায় ওই এলাকার পাতাসী বেগম এর বাড়ি থেকে আগুনের সুত্রপাত ঘটে। এরপর পরই আগুন মুহূর্তেই ওই এলাকার কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। ওই সময় ফায়ার সার্ভিসে খবর দিলে উওরা ইপেজেট ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘ ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে প্রায় ৫০০ টি ঘর আগুন থেকে রক্ষা পায়।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তৎক্ষনাৎ খবর না দিলে ওই এলাকা নিশ্চিন্ন হয়ে যেতো। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। তবে ২১ ঘরবাড়ি সহ সেখানকার কোন মালামালই রক্ষা করা সম্ভব হয় নি বলে জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.