
পাবনার ঈশ্বরদী – পাবনা সড়কে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরদী মহিলা (অনার্স) কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ মে ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলার বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব।
মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেসুর রহমান বাবলু, পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
প্রধান অতিথি বলেন, খেলাধূলা হচ্ছে পড়াশোনার একটি অংশ। আজকে যারা শিক্ষার্থী রয়েছ আগামীতে এদেশের হাল তোমরাই ধরবে। কেউবা এমপি, মন্ত্রী, ব্যবসায়ি কিংবা বড় মাপের রাজনীতিবিদ হবে। আজকে যারা খেলায় অংশ নিয়ে বিজয়ী হতে পারনি তোমারা মনে কোন কষ্ট নিবেনা। আগামীতে তোমরা ভালো ভাবে খেলাধুলা করে বিজয় ছিনিয়ে নিবে। খেলাধূলা করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
আমরা যখন পড়াশোনা করেছি তোমাদের মতো আমরাও খেলাধুলা করেছি। আমরা পড়াশোনা শেষ করে কেউ বা জনপ্রতিনিধি, কেউবা ব্যবসায়ি আবার অনেকে হয়েছে রাজনীতিবিদ। শিক্ষাকে ধ্যানজ্ঞান মেনে তোমরা আরও একধাপ এগিয়ে যাবে। ফ্যাসিষ্ট সরকার দেশ থেকে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে ফেলেছে। এইখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। শিক্ষার মান উন্নয়নে দলমত নির্বিশেষে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এই কলেজ থেকে যারা আগামীতে পরীক্ষায় ভালো ফলাফল করবে তাদেরকে পুরস্কৃত করা হবে।
বক্তারা বলেন,শিক্ষার্থীদের অভিভাবকেরা আপনাদের কাছে শিক্ষার জন্য এদেরকে পাঠিয়েছেন। এই প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করছেন আপনারা এদের প্রতি নজর রাখবেন। এদেরকে শিক্ষা প্রদানের দায়িত্ব আপনাদের। পিতা-মাতার পরেই আপনাদের গুরু দায়িত্ব এসে যায়। কলেজের সাথেই মহিলা অধিদপ্তরের একটি অফিস আছে। এই অফিসটি অন্যত্র স্থানান্তর করলে কলেজের শ্রী বৃদ্ধি হবে। একই সাথে এই কলেজকে সরকারি করণ করতে হবে বলে তারা দাবি তোলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, সাংবাদিক এসএম রাজা, শিক্ষক প্রতিনিধি আবদুর রশিদ, অধ্যাপক আজমল হোসেন সুজন, আতাউর রহমান পাতা,রফিকুল ইসলাম রকি, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জিহাদ, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, ঈশ্বরদী উপজেলা ছাত্রদল নেতা আলী হাসান, পৌর ছাত্রদলের শাকিল রেজা ও সরকারি কলেজ ছাত্রদল নেতা শ্রাবণ প্রমুখ।
ঈশ্বরদি প্রতিবেদক 



















