পাবনার ঈশ্বরদীর মুলাডুলিপতিরাজপুর এলাকায় জোয়াদ্দার মৎস্য খামারে অস্থায়ী মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে ) দুপুরে বাংলাদেশ কৃষক সমিতি, পাবলিক হেলথ বিভাগ-জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ ও পজিটিভ প্লাস ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, পাবনার পুলিশ সুপার
মোঃ মোরতোজা আলী খাঁন, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডীন ড. মো. মনোয়ারুল হক, পজিটিভ পাস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা: হোসাইন মো: আল-আমিন,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন এ আইপি পদকপ্রাপ্ত ও বাংলাদেশ কৃষক সমিতি’র সভাপতি সাজাহান আলী বাদশা ওরফে পেপে বাদশা, বাংলাদেশ কৃষক সমিতি’র সহসভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ ওরফে কুল ময়েজ, বাংলাদেশ কৃষক সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব মন্ডল ও বাংলাদেশ কৃষক সমিতি’র সাংগঠনিক সম্পাদক আবুল হক বিশ্বাস সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন