
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি’র উদ্যোগে জেলার ৮ দফা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ক্লাবে। ৪টি ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চালানোর দাবিতে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশনে অবস্থান, শান্তিপূর্ণ রেলপথ অবরোধ এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন বিষয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি’র নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি’র সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ দেলায়ার হোসেন ও দপ্তর সম্পাদ কমানিক হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সদস্য মোঃ আনোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ পৌসভার সাবেক কাউন্সিলর শাহ নেওয়াজ খান সিনাসহ অন্যরা। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি’র নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জের রেলসহ অন্যান্য সমস্যাগুলো সমাধানে দল-মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
নিজস্ব প্রতিবেদক 



















