নীলফামারী সৈয়দপুরে রাফির হত্যার সাথে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার সহ এলাকাবাসী।
সোমবার (১২ মে) দুপুরে সৈয়দপুর শহরের প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তারা রাফিক হত্যাকারী ও জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান । বক্তারা বলেন, হত্যা ঘটনার মাস খানেক আগে মাছ ধরাকে কেন্দ্র করে রাফিকে বেধরক পেটানো হয়েছিল। ওইসময় স্হানীয় থানায় অভিযোগ দেয়া হয়েছিল কিন্তু পুলিশ মামলা না নেয়ায় সন্ত্রসীদের হাতেই মৃত্যু হয়েছে রাফির।
উল্লেখ্য গত শুক্রবার ( ৯ মে) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার সুখীপাড়ার পাশে ধান ক্ষেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা । পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
এ ঘটনায় পর রাফির বাবা হাফিজুল হক বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফইম উদ্দিন বলেন, ওই ঘটনায় পরেই পুলিশ এজাহার ভুক্ত আসামী সোনা মিয়াকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সোনা মিয়া ঘটনাস্থলের কাছেই সুখীপাড়ার মৃত আজিবর রহমানের ছেলে। তাকে নীলফামারী জেল হাজতে প্রেরন করা হয়েছে।
তিনি আরো জানান, এ বিষয়ে পুলিশ সকলকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা করছে। পুলিশের পাশাপাশি ডিবি সদস্যরাও কাজ করছে । অতিসত্বর অন্যান্য আসামিদের ও গ্রেফতার করা হবে বলে জানান তিনি।