ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা Logo মোবাইল-ই কাল হলো নবম শ্রেণীর ছাত্রী জ্যামির, শিক্ষকের শাসন -অতঃপর বিষপানের মৃত্যু Logo রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে ২ বাসে আগুন Logo রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত Logo চুয়াডাঙ্গায় অবৈধ সার ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও জরিমানা Logo মহাদেবপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা Logo দুর্গাপুরে ‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন  Logo শীতের গন্ধ, তাপমাত্রা কমছে প্রতিদিন দুই ডিগ্রি ঈশ্বরদীতে দোকানে উঠছে শীতের সোয়েটার-জ্যাকেট, কম্বল Logo পদ্মার চরজুড়ে চলছে ‘অপারেশন ফার্স্ট লাইট’ Logo নীলফামারীতে চার দফা দাবী বাস্তবায়নে বিসিএস প্রভাষক পরিষদের মানবন্ধন ও সংবাদ সম্মেলন

ঈশ্বরদীতে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ!

ঈশ্বরদী উপজেলার ২৩নং চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছাঃ লতিফা আক্তারের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও সরকারি চাকরির আচরণ বিধিমালা ভঙ্গের অভিযোগ এনে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর এ অভিযোগ পত্র দায়ের করেন চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ পারভেজ রেজা।
অভিযোগের সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ লতিফা আক্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ ও ঔদ্ধতাপূর্ণ ব্যবহার, সময়মত বিদ্যালয়ে না আসা, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে রুঢ় ও অশালীন আচরণসহ না অভিযোগ উঠে এসেছে। যার অনুলিপি তিনি জেলা শিক্ষা অফিসার, উপ-পরিচালক রাজশাহী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বরাবর প্রেরণ করেছেন। এর আগে ২০২৪ সালে অসংখ্য অভিযোগ সম্বলিত একটি চিঠি ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার বরাবর দাখিল করা হয় অভিযুক্ত সহকারী শিক্ষিকা মোছাঃ লতিফা আক্তারের বিরুদ্ধে। সেই সময় তিনি আওয়ামীলীগের প্রভাবশালীদের দাপট ও ক্ষমতা দেখিয়ে লিখিত অভিযোগটি ধামাচাপা দেন। সেই কারণেই একই অপরাধ বার বার করেও তিনি পার পেয়ে যাচ্ছেন।
লিখিত অভিযোগ সূত্রে আরো জানা গেছে, স্কুলে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য পরিচালিত শিশু জরিপ কার্যক্রমে অংশ না নিয়ে তিনি বিদ্যালয়ে ও বাড়িতে অলস সময় পার করেন। এছাড়াও জাতীয় দিবস গুলোতে বেশির ভাগ অনুপস্থিত থাকেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে যে, নিজের খেয়াল খুশি মত চলাফেরা এবং অন্য শিক্ষকদের এসব কাজে উৎসাহিত করেন। প্রধান শিক্ষক থেকে অনুমতি না নিয়ে বিদ্যালয় থেকে চলে যান। অনুমোদিত সিলেবাস অনুযায়ী পাঠদান না করানোসহ শিক্ষকদের সাথে খারাপ আচরণ, গালমন্দ, কুটু বাক্য প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ পারভেজ রেজা জানান, স্কুলটি সুষ্টু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য সকল অভিযোগ লিখিত আকারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ উর্ধ্বতন দপ্তরে প্রেরণ করা হয়েছে। তারই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সূরাহা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অভিযুক্ত মোছাঃ লতিফা আক্তার বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের সাথে খুব খারাপ ব্যবহার ও বাজে আচরণ করেন। তাই অনেক সময় বাধ্য হয়ে রুঢ় আচরণ হয়ে যায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অশালীন আচরণের কারণে স্কুলের সবাই তার প্রতি ক্ষিপ্ত। তার কারণে কোন শিক্ষক স্কুলে থাকতে চাই না।
লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার মোসাঃ শাহীনা আক্তার বলেন, অভিযোগটি তদন্তের জন্য সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি সরেজমিন তদন্ত করে রিপোর্ট দাখিল করলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরদী উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, সরকারী একটি ট্রেনিং এ থাকায় অভিযোগটির তদন্ত করতে কিছুটা সময় লাগছে। তাছাড়াও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ পারভেজ রেজা আমাকে মোবাইল ফোনে বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন। এছাড়াও বিগত সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে অভিযুক্ত শিক্ষিকা মোছাঃ লতিফা আক্তার বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করেছেন বলে জেনেছি। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত শেষে সঠিক রিপোর্ট প্রদান করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা

ঈশ্বরদীতে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ!

Update Time : ১০:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ঈশ্বরদী উপজেলার ২৩নং চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছাঃ লতিফা আক্তারের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও সরকারি চাকরির আচরণ বিধিমালা ভঙ্গের অভিযোগ এনে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর এ অভিযোগ পত্র দায়ের করেন চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ পারভেজ রেজা।
অভিযোগের সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ লতিফা আক্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ ও ঔদ্ধতাপূর্ণ ব্যবহার, সময়মত বিদ্যালয়ে না আসা, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে রুঢ় ও অশালীন আচরণসহ না অভিযোগ উঠে এসেছে। যার অনুলিপি তিনি জেলা শিক্ষা অফিসার, উপ-পরিচালক রাজশাহী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বরাবর প্রেরণ করেছেন। এর আগে ২০২৪ সালে অসংখ্য অভিযোগ সম্বলিত একটি চিঠি ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার বরাবর দাখিল করা হয় অভিযুক্ত সহকারী শিক্ষিকা মোছাঃ লতিফা আক্তারের বিরুদ্ধে। সেই সময় তিনি আওয়ামীলীগের প্রভাবশালীদের দাপট ও ক্ষমতা দেখিয়ে লিখিত অভিযোগটি ধামাচাপা দেন। সেই কারণেই একই অপরাধ বার বার করেও তিনি পার পেয়ে যাচ্ছেন।
লিখিত অভিযোগ সূত্রে আরো জানা গেছে, স্কুলে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য পরিচালিত শিশু জরিপ কার্যক্রমে অংশ না নিয়ে তিনি বিদ্যালয়ে ও বাড়িতে অলস সময় পার করেন। এছাড়াও জাতীয় দিবস গুলোতে বেশির ভাগ অনুপস্থিত থাকেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে যে, নিজের খেয়াল খুশি মত চলাফেরা এবং অন্য শিক্ষকদের এসব কাজে উৎসাহিত করেন। প্রধান শিক্ষক থেকে অনুমতি না নিয়ে বিদ্যালয় থেকে চলে যান। অনুমোদিত সিলেবাস অনুযায়ী পাঠদান না করানোসহ শিক্ষকদের সাথে খারাপ আচরণ, গালমন্দ, কুটু বাক্য প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ পারভেজ রেজা জানান, স্কুলটি সুষ্টু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য সকল অভিযোগ লিখিত আকারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ উর্ধ্বতন দপ্তরে প্রেরণ করা হয়েছে। তারই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সূরাহা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অভিযুক্ত মোছাঃ লতিফা আক্তার বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের সাথে খুব খারাপ ব্যবহার ও বাজে আচরণ করেন। তাই অনেক সময় বাধ্য হয়ে রুঢ় আচরণ হয়ে যায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অশালীন আচরণের কারণে স্কুলের সবাই তার প্রতি ক্ষিপ্ত। তার কারণে কোন শিক্ষক স্কুলে থাকতে চাই না।
লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার মোসাঃ শাহীনা আক্তার বলেন, অভিযোগটি তদন্তের জন্য সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি সরেজমিন তদন্ত করে রিপোর্ট দাখিল করলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরদী উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, সরকারী একটি ট্রেনিং এ থাকায় অভিযোগটির তদন্ত করতে কিছুটা সময় লাগছে। তাছাড়াও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ পারভেজ রেজা আমাকে মোবাইল ফোনে বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন। এছাড়াও বিগত সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে অভিযুক্ত শিক্ষিকা মোছাঃ লতিফা আক্তার বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করেছেন বলে জেনেছি। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত শেষে সঠিক রিপোর্ট প্রদান করা হবে।