
পাবনার ঈশ্বরদীতে অটোচুরির টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে দুই যুবককে পিটিয়ে ও একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি মো. তারেক (২৮) ও মো. সাইদ (৪৫) আলহাজ ক্যাম্প এলাকায় বসবাস করেন। রবিবার (১১ মে) সন্ধ্যা সাতটার দিকে ওই এলাকায় অটোচুরির টাকার ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে বাকবিতন্ডা জড়ান একই এলাকার মো. মাসুদ (৩০), পিতা: পান্না, মো. রিপন (২৮), পিতা: রাশেদ, ও মো. রনি (২৫), পিতা: মো. রাজা।
একপর্যায়ে মাসুদ, রিপন ও রনি লাঠি ও সোটার আঘাতে তারেক ও সাইদকে মারধর করেন। অভিযোগ রয়েছে, মাসুদ ছুরি দিয়ে তারেকের মাথায় সজোরে আঘাত করেন। এতে তারেক গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনার জেরে রাত সাড়ে ১০টার দিকে আলহাজ মোড়ে ভুক্তভোগীদের পক্ষের ২০–২৫ জন লাঠিসোটা নিয়ে অভিযুক্তদের ধাওয়া করেন এবং আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি ফটকা ফাটান। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অভিযুক্তরা পালিয়ে যান। পরে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরদি প্রতিবেদক 



















