নওগাঁয় ডেভিল হ্যাণ্টে সাবেক মেয়র লিটনের এপিএস টিটুসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর বদলগাছী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি নেতার বাড়ি থেকে খায়রুজ্জামান লিটনের এপিএস আবদুল ওয়াহেদ খান টিটু (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এছাড়াও জেলার বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় শুক্রবার পূর্বরাত ও সকালে আরও ১০জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দুই থানার অফিসার ইনচার্জ।
গ্রেফতারকৃত আবদুল ওয়াহেদ খান টিটু রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের এপিএস ও রাজশাহীর বোয়ালিয়া থানার রাণীবাজার এলাকার মৃত আবদুল ওয়াদুদ খানের ছেলে।
বদলগাছী উপজেলা থেকে গ্রেফতারকৃত টিটুকে আশ্রয়দাতা বাড়ির মালিক আবদুল ওহাব চৌধুরী সাগর চাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদ চৌধুরীর ছেলে ও বিএনপি নেতা ও অপর গ্রেফতারকৃত হলেন, উপজেলার আধাইপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম উজ্জল (৪০), রাজাপুর এলাকার বাবুল হোসেনের ছেলে মিলন হোসেন (৩৮) এবং চকগোপালপুর গ্রামের মৃত অশোক কুমার সরকারের ছেলে পুলকেশ সরকার (৫২)।
জানা যায়, গ্রেফতারকৃত আবদুল ওয়াহেদ খান টিটু বাসার মালিক সাগর চৌধুরীর ভাই টিটুর সম্পর্কে বড় শ্যালক। সেই সুবাদে আবদুল ওয়াহেদ খান টিটু গত বুধবার রাতে বেড়াতে আসেন। এরপর গোপনে সেখানে লুকিয়ে ছিলেন। বিষয়টি জানাজানি হলে ওই বাসা ঘেরাও করে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে আসেন।
অপরদিকে মহাদেবপুরে ডেভিল হাণ্টে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হলেন, উপজেলার বাসষ্ট্যান্ড এলাকার আফজাল হোসেনের ছেলে ডা: মজিবর রহমান, সদরের স্কুল পাড়ার মৃত আবদুর রউফ মন্ডলের ছেলে রাহিদুজ্জামান রাহিদ, খোশালপুর গ্রামের আফছর আলী ওরফে উপছেরের ছেলে রানা, কায়েস্থপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এমদাদুল হক, আজিপুর পূর্বপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আবদুল জলিল, শরমইল গ্রামের ভিকু মন্ডলের ছেলে বাদের আলী।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর ও বদলগাছী থানার অফিসার ইনচার্জগণ। তারা বলেন, ডেভিল হাণ্ট অপারেশনের অংশ হিসেবে বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।