নীলফামারীর সৈয়দপুরে নিজ বাসায় পতিতাদের দিয়ে দেহব্যবসা করায় বুলবুল (৩৫) নামের এক বাড়িয়ালার বাসা থেকে ১ যুবকসহ ৫ যুবতিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার( ৬এপ্রিল) সকালে ঢেলাপীর আবাসন প্রকল্পের এক বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত যুবতিরা হলো মোছাঃ তানিয়া আক্তার (২৫), মোছাঃ সুলতানা বেগম (৩৭), মোছাঃ বৃষ্টি বেগম (২১),রিমা আক্তার (১৯), মোছাঃ সুমি বেগম (৩০), মোঃ কাউসার (২৪)। তাদের সকলের বাড়ি বরিশাল ও ঢাকা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সোমবার (৫ মে) রাত প্রায় সাড়ে এগারোটার দিকে সৈয়দপুর পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের উওরা আবাসনের এক বাসায় বুলবুল নামের এক যুবক দেহ ব্যবসা চালাচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে অপ্রীতিকর অবস্থায় ১ যুবকসহ ৫ যুবতিকে আটক করে। স্থানীয়রা আরো বলেন, এর আগেও বুলবুলের বাসা থেকে খদ্দেরসহ কয়েক পতিতা আটক করে পুলিশ। কিন্তু তাদের অবৈধ ব্যবসা বন্ধ হয়নি। তারা আটকের পরদিন জামিনে এসে আবারও পুর্বের পতিতাবৃত্তি শুরু করে দেয়।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন জানান, বুলবুলের বাসায় দেহ ব্যবসা চলে এমন অভিযোগের ভিত্তিতে আমরা স্থানীয়দের সহযোগিতায় অভিযান পরিচালনা করি। এসময় ৫ যুবতী ও ১ জন যুবককে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করি।তবে বাড়ির মালিক পালাতক রয়েছে।