নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে নাহমির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নাহমির উপজেলার হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সোমবার (৫মে) দুপুর ২টার দিকে উপজেলার পত্নীতলা ইউনিয়নের হারপুর বোরাম এলাকায় আত্রাই নদের ধারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি শুরু হলে নাহমির নদের ধারে ভ্রাম্যমান হাঁসের খামারে হাঁস দেখভালের কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাঁস খামারের মালিক বাবু আহত হয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রযেছেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ এনায়েতুর রহমান বলেন, নিহত ওই কিশোর আত্রাই নদের ধারে হাঁসের খামারে ছিল। হঠাৎ সেখানে বজ্রপাত আঘাত হানলে তার মৃত্যু হয়।