ঢাকা: বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের চিকিৎসা শেষে দেশে ফিরছেন আগামী সোমবার (৫ মে)। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার বিমানে চড়ে দেশে ফিরবেন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকায় আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে।বিমান কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকার অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে বিমানের লন্ডন-সিলেট-ঢাকা’র পরিবর্তে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দিলে বিমানের অন্যান্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে খালেদা জিয়া বিমান কর্তৃপক্ষের প্রস্তাবটি নাকচ করে মানবতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।
আগামী রোববার (৪ মে) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হিথ্রো বিমানবন্দর থেকে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়নের কথা রয়েছে।