
ঢাকা: প্রায় আড়াই দশক আগে রমনা বটমূলে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ঘোষণা হবে আগামী আটই মে।
আসামিদের পক্ষের আইনজীবী শিশির মনির এই খবরটি নিশ্চিত করেছেন।
আজ বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।
২০০১ সালের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ওই বোমা হামলায় দশ জন নিহত এবং অনেক মানুষ আহত হয়।
ঢাকার রমনা বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ২০০১ সালে যখন বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটে, সেদিনই হত্যার অভিযোগে এবং বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা করেছিল পুলিশ।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
























