
সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নারায়নগঞ্জের একটি আদালতের এজলাস থেকে বের হওয়ার সময় কিল - ঘুষি মেরেছেন একদল আইনজীবী।
বাংলাদেশের বেসরকারি একটি টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, শুনানি শেষে এজলাস থেকে আনিসুল হককে বের করছিলো পুলিশ। দরজার সামনে মাথায় হেলমেট পড়া আনিসুল হককে পেছন থেকে ও দরজার পাশ থেকে আইনজীবীরা কিল -ঘুষি দিচ্ছেন।
এ সময় বাঁচার জন্য হাতকড়া পরিহিত আনিসুল হককে দুই হাত দিয়ে হেলমেট আঁকড়ে ধরতে দেখা যায় ভিডিওতে। চারদিক থেকে পুলিশ তাকে আগলে দরজা পার হওয়ার পর পুরো বারান্দা দিয়ে দৌড়ে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় আইনজীবীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
একপর্যায়ে দৌঁড়াতে দৌঁড়াতে আদালত চত্বরের সামনে থাকা প্রিজন ভ্যানে ওঠেন আনিসুল হক। এ সময় পুলিশ তাকে ঘিরে ছিল।
ভিডিওতে দেখা যায়, আনিসুল হক প্রিজন ভ্যানে ওঠার সাথে সাথে তা আদালত চত্বর ত্যাগ করে।
পাঁচই অগাস্টের পরের একটি হত্যা মামলায় আজ সোমবার হককে নারায়নগঞ্জের ওই আদালতে হাজির করা হয়েছিল। এ মামলায় পুলিশ হকের সাতদিনের রিমান্ড চাইলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করে।
এই হত্যা মামলার তিন নম্বর আসামি আনিসুল হক।
সাবেক এই আইনমন্ত্রীকে মারধরের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন বলেন, "আইনমন্ত্রী থাকাকালে আওয়ামী লীগ সরকারের আমলে আনিসুল হকের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিকে এক কোটি টাকার দেওয়ার কথা ছিল। কিন্তু আনিসুল হক সেই টাকা বারকে দেননি। এই কারণে আইনজীবীরা তার ওপর ক্ষুদ্ধ ছিল।"
তিনি বলেন, "গত ১৫ বছর বিচার বিভাগকে তিনি কুক্ষিগত করে রেখেছিলেন। তিনি দাবি করেন আইনজীবীরা তাকে কেউ মারধর করেনি, তারা তার বিরুদ্ধে শ্লোগান দিয়েছে।"