প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী কৃষক গ্যাপ (GAP) সার্টিফিকেশন বিষয়ক কৃষক- কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৭ এপ্রিল) ঈশ্বরদী উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা রানী সরকার।
এছাড়াও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্ন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ প্রহল্লাদ কুমার কুন্ডু ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ ধীমান তানভীর স্বাক্ষর প্রমুখ।
এই প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন কৃষক কৃষাণী ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চার ধারণা, উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের উদ্দেশ্য, উত্তম কৃষি চর্চা এর সুবিধা উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের উপাদান সমূহ এবং উত্তম কৃষি চর্চা ও প্রচলিত কৃষির মধ্যে পার্থক্য, বাংলাদেশে উত্তম কৃষি চর্চা পলিসি এবং মানদণ্ড, উত্তম কৃষি চর্চার মানদন্ড, ছাড়া ও কর্মী স্বাস্থ্য নিরাপত্তা এবং কল্যাণ মডিউল, পূর্ণমান মডিউল,সাধারণ প্রয়োজনীয় মডিউল, উত্তম কৃষি চর্চা বাস্তবায়নে পরিকল্পনা তৈরি, কৃষি খামার পরিকল্পনা, খামার পরিকল্পনা লে-আউট, তৈরি ঝুঁকি বিষয়ে ধারণা, ঝুঁকি নিরূপণ, ঝুঁকি প্রশমন পদ্ধতি নির্ধারণ ও বাস্তবায়ন নিয়ে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা চলে।