
সোনারগাঁয়ে অবৈধ ভাবে গ্যাস লাইন নিয়ে ৩টি গ্রামের কয়েক হাজার পরিবারের জনজীবন বিপর্যস্ত করার প্রতিবাদে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ২ দিন যাবত বিক্ষোভ মিছিল করছে এলাকাবাসী।
শনিবার (২৬ এপ্রিল) উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকার ঝাউচর চৌরাস্তায় মেঘনা গ্রুপের অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করে বাসা বাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী ঝাউচর গ্রামের বাসিন্দা আমেনা বেগম বলেন, ‘দীর্ঘ ৩ বছর ধরে আমরা ফ্রেশের (মেঘনা গ্রুপ) অবৈধ ভাবে গ্যাস সংযোগ গ্রামের বৈধ গ্যাসের গ্রাহকদের জনজীবন অতিষ্ট করে ফেলেছে। আমরা মেঘনা গ্রুপের সকল অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করার দাবী জানাচ্ছি’।
সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বাসভবনের সামনে বিক্ষোভরত বিউটি খাতুন বলেন,’আমাদের আজকের বিক্ষোভে কোন পুরুষ নেই কারণ কেউ মেঘনা গ্রুপের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তারা মামলা দিয়ে দেয়। মান্নান সাহেবের কাছে আসছি যেন এই ভোগান্তির একটা সমাধান তিনি দেন’।
ঝাউচর গ্রামের আরেক বাসিন্দা মোতালেব মিয়া বলেন,’গ্যাসের বৈধ গ্রাহকদের বাড়িতে গ্যাসের সমস্যা সমাধানের জন্য আজ ঝাউচর গ্রামে অবস্থিত অবৈধ গ্যাস ব্যবহার করে এমন ৩ টি লোহা গলানো ফ্যাক্টরি এবং ২টি অবৈধ চুন ফ্যাক্টরি ভাঙচুর করেছে এলাকাবাসী’।
মেঘনা গ্রুপে জিএম (এডমিন) জামিলুর রহমান বলেন, ‘কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নিউজের পর এই এলাকায় এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে সাধারণ মানুষ। অবৈধ গ্যাস সংযোগের বিষয়টা আমি দেখিনা আর এলাকাবাসীর ক্ষতি হয় এমন কোন কাজ আমরা করবো না’।
তিনি আরো বলেন, ‘মেঘনা গ্রুপের বিরুদ্ধে গ্যাসের বিল সংক্রান্ত মামলা চলমান, আদালতের রায় আমাদের বিরুদ্ধে গেলে আমরা গ্যাস বিল পরিশোধ করবো। আর মেঘনা গ্রুপ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে না’।
সোনাগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিবেদক 



















