ঢাকা : বৈদ্যুতিক গোলযোগের কারণে দেড় ঘণ্টা চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মেট্রোরেল। মেট্রোরেল কর্তৃপক্ষের সূত্র বলছে, বিজয় সরণি এলাকায় মেট্রোরেল বৈদ্যুতিক সাবস্টেশন থেকে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সমস্যা সমাধানের পর পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে স্টেশনে থাকা যাত্রীরা জানান, বিকাল ৫টা ১০ মিনিটের দিকে শাহবাগে হঠাৎ ট্রেন থেমে যায়। এদিকে আরেকটি ট্রেন আগারগাঁও এসে থেমে যায়।