ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরই নিরাপত্তার প্রয়োজনে বাড়ি বদলাতে চেয়েছিলেন কারিনা কাপুর। এবার শোনা যাচ্ছে কাতারের রাজধানী দোহাকে বেছে নিচ্ছেন নিরাপদবাসের জন্য।
দোহার সেন্ট রেগিস মারসা আরবিয়া দ্বীপে বাড়ি কিনেছেন সাইফ। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি এমন এক জায়গায় বাড়ি চাইছিলেন যা ভারত থেকে খুব দূরেও হবে না। আবার নিরাপদ, শান্তিপূর্ণ ও বিলাসবহুল হবে। কারিনা সুবিধার মেয়ে না, সাইফকে সাবধান করেছিলেন অক্ষয়।
অভিনেতার কথায়, “এখানে বাড়ি কেনার আগে কয়েকটা বিষয় মাথায় ছিল। যাতে জায়গাটা নিরাপদ হয়। ওখানে গিয়ে সুরক্ষিত মনে হয়েছে। একটা দ্বীপের মধ্যে একটা দ্বীপ তৈরি করে থাকার জায়গা, এই চিন্তাটাই দারুণ লেগেছিল। এবং থাকার জন্য খুবই ভালো। ওখানকার খাওয়া-দাওয়া জীবনযাত্রার মধ্যে একটি নিশ্চয়তা রয়েছে।”
