রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইবিএসসি)-এ চিকিৎসা বিজ্ঞান বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ‘ Covid-19 Pandemic: An insight into detection of SARS-CoV-2’ শীর্ষক এই সেমিনারের প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের শিক্ষক ড. মোফাজ্জল হোসেন। সেমিনারে ইনস্টিটিউটের প্রফেসর এস এম সাহিনুল ইসলাম প্রধান বক্তার বর্ণাঢ্য বৈজ্ঞানিক জীবনের উপর আলোকপাত করেন। ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর পারভেজ হাসান সেমিনারে সভাপতিত্ব করেন।
সেমিনারে প্রধান বক্তা ড. মোফাজ্জল হোসেন Covid-19 Pandemic-এর কারণে আমাদের স্বাস্থ্যগত সমস্যা, পরবর্তীতে তার বিরুপ প্রভাব এবং ভবিষ্যতে যদি এটি কখনও ফিরে আসে তবে তার ভয়াবহতা ও প্রতিকারে করণীয় সম্পর্কে তাঁর দীর্ঘদিনের গবেষণালব্ধ ফলাফল ব্যাখ্যা করেন। এছাড়া তিনি দেশের অগ্রগতিতে চিকিৎসা বিজ্ঞান গবেষণার ভূমিকার প্রতিও আলোকপাত করেন।
সেমিনারে রাবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।