বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
এছাড়া তার তিনটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি, ঢাকার বনানীতে তিনটি অ্যাপার্টমেন্ট এবং পরিবাগে একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত।
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলামের বরাতে এই খবর প্রকাশ করা হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, নসরুল হামিদ বিপুর নামে স্থাবর এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে, এবং তার নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর-স্থানান্তর-দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করার সম্ভবনা রয়েছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে নসরুল হামিদ বিপুর নামে অর্জিত বর্ণিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ বা ক্রোক করা আবশ্যক বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে।
আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।