প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ১২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:৫৩ পি.এম
লালপুরে মাঠ থেকে কবিরাজের মরদেহ উদ্ধার
নাটোরের লালপুরে ফসলের মাঠ থেকে মাজেদুল ইসলাম (৫৫) নামের এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার আব্দুলপুর গ্রামের ইয়ার আলীর ছেলে ও স্থানীয়দের কবিরাজি মতে চিকিৎসা করে।
রবিবার (২০ এপ্রিল) সকালে তার বাড়ির পিছনের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, মাজেদুল বিভিন্ন সংস্থা ও ব্যাক্তির কাছ থেকে বিপুল অংকের টাকা ঋণ নিয়ে জুয়া খেলাসহ নানা বদঅভ্যাসের মাধ্যমে উক্ত টাকা নষ্ট করে ফেলে। এতে করে দিনে দিনে তার ঋণের বোঝা বাড়তে থাকে। সবশেষে ঋণের বোঝা সইতে না পেরে মোজেদুল আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসি ধারনা করছে।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.