আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিপিবিসহ বাম ধারার দলগুলোর সঙ্গে আজ বৈঠক করতে যাচ্ছে বিএনপি রোববার বেলা চারটায় ঢাকায় এই বৈঠকটি হতে পারে বলে জানা গেছে। আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য এই আলোচনায় অংশ নেবেন। এর আগে সমমনা দলগুলোর সঙ্গে শনিবার থেকে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি।
আগামী দুই সপ্তাহ জুড়ে এসব বৈঠকের পর দলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সরকারের ওপর চাপ তৈরির জন্য আরও সুনির্দিষ্ট বক্তব্য আসতে পারে বলে জানিয়েছেন দলের একাধিক নেতা।
উল্লেখ্য, বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলো হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ (খালেকুজ্জামান), বাসদ (মার্কসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি এবং সমাজতান্ত্রিক পার্টি।
এদিকে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক হওয়ার কথা জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।