চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের দুই কৃষক হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলায় শিবপাশা হাওরে ধান কাটতে গিয়ে গতকাল দুপুরে বজ্রপাতে নিহত হয় । আজ বৃহস্পতিবার সকালে নিহত দুই পরিবারের মাঝে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আযাহার আলী আর্থিক সহায়তা তুলে দেন ।
নিহত ব্যাক্তিরা হলো উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর গ্রামের কাসেম আলীর ছেলে আব্দুল্লাহিল কাফি এবং একই ইউনিয়নের মোহনবাগ গ্রামের ফাদু মন্ডলের ছেলে ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান , কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার আযাহার আলী বজ্রপাতে নিহত দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন