বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজউক সভাকক্ষে অনুষ্ঠিত অ্যাপিলেট উপকমিটির সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, "বাসযোগ্য ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে হলে সবাইকে নির্ধারিত বিধিমালা মেনে ভবন নির্মাণ করতে হবে। আশপাশের কেউ যদি নিয়ম লঙ্ঘন করে, তাই বলে নিজের ভবনেও ব্যত্যয় করা যাবে না। বরং এমন অবৈধ নির্মাণের তথ্য রাজউককে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"
সভায় ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী রাজউকের বিভিন্ন কমিটির আদেশের বিরুদ্ধে আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়।
এই দিনে সর্বমোট ২৬টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে আপিলকারীরা নিজ নিজ অভিমত তুলে ধরেন। রাজউক চেয়ারম্যান ও উপকমিটির সদস্যরা সেসব আপিল যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত প্রদান করেন।
