দৈনিক ৮ ঘন্টা শ্রম সময় নির্ধারণসহ হোটেল রেস্তরাঁ শ্রমিকদের রাষ্ট্র প্রদত্ত ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলুয়ার হোসেন সবুজ এর সঞ্চালনায় সভাপতি মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ সাইদুর রহমান।
এসময় বক্তারা বলেন, আমরা দৈনিক ৮ ঘন্টা শ্রম সময় নির্ধারণ সহ বিভিন্ন দাবী করে ট্রেড ইউনিয়নের পক্ষ হতে এ ব্যাপারে বহুবার, বহুভাবে মালিক সমিতি নেতৃবৃন্দ এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহী কার্যালয়ে আবেদন-নিবেদন করিয়াও কোন ফল পাইনি।
শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবী দাওয়া ও নুন্যতম সুযোগ-সুবিধা যেমন-ছবিসহ পরিচয় পত্র প্রদান, মজুরী বৃদ্ধি ও ৮ ঘন্টা শ্রম সময় নির্ধারণ করার ব্যাপারে আমরা যখনই মালিক সমিতির দৃষ্টি আকর্ষণ করেছি। তখনই তারা ছোট রেস্তোরাসমূহকে সামনে এনে ব্যবসা খারাপ ইত্যাদি খোঁড়া যুক্তি দিয়ে শ্রমিকদের বেঁচে থাকার এই নুন্যতম দাবীসমূহ পাশ কাটানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছেন।
অথচ চাঁপাইনবাবগঞ্জ এলাকার বড় ও মাঝারি রেস্তোরাসমূহ ব্যবসা সফল প্রতিষ্ঠান। এমতাবস্থায় আমাদের দাবী সামর্থবান রেস্তোরাসমূহের মালিকগণ যাতে শ্রমিকদের নুন্যতম অধিকারসমূহ বাস্তবায়ন করেন। ইতোপূর্বে ১২/০৭/২০২২ ইং তারিখে স্মারকলিপি প্রদান করা হয়েছিল, যার স্মারক নং-৯ (৭)২০২২। কিন্তু সে মোতাবেক কোনো প্রকার পদক্ষেপ নেয়া হয়নি। বিষয়টি যথাযথ গুরুত্বসহকারে বাস্তবায়নের মাধ্যমে হোটেল শ্রমিকদের রাষ্ট্র প্রদত্ত নায্য অধিকারসহ মানবিক জীবনযাপনের ব্যবস্থা গ্রহণে জন্য সরকারের সূদৃষ্টি কামনা করেন হোটেল শ্রমিক নেতৃবৃন্দ।