বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় শহরের বাঙালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এই কার্যক্রমে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির অর্ধ শতাধিক শিশু অংশ গ্রহণ করে। এতে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও মরিয়ম নেছা।
সহযোগী ছিলেন রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান চৌধুরী, মিস্ত্রীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহতাবুল শহিদ, তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান খান, বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিয়া সুলতানা, রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন।
ক্ষুদে আঁকিয়েদের চিত্রকর্ম ১০ জনকে পুরস্কৃত করা হবে। বিজয়ী শিক্ষার্থীদের আগামী ১৪ এপ্রিল উপজেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে পুরষ্কৃত করা হবে।
সেরা ১০ জন হলো, মো. রাফা শাকিল (৪র্থ শ্রেণি) তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামিশা আমিন রাহা (৫ম) কয়ানিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবরার নাফসিন (৩য়) ইন্টারন্যাশনাল স্কুল, মাইশা ইসলাম (৪র্থ) বাঙালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদিকাতুল সুবাহা (৪র্থ) চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজুম মনিরা ((৪র্থ) রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারাহ খন্দকার (৪র্থ) বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সামিয়া জান্নাত সারাহ (৩য়) আল ফারুক একাডেমি, আকসা (৫ম) বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইশা বিনতে জামান (৫ম) রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়।