
ঢাকা: গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি চলছে, যাতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর থেকে একটি মিছিল বের করে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও উপস্থিত হয়েছেন।
এছাড়া, গাজীপুরের টঙ্গীর সরকারি কলেজ এলাকায়ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
সেখানে অংশগ্রহণকারীরা বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের কথা বলেন তারা।