
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের অবসরপ্রাপ্ত উপ-রেজিস্ট্রার মো. ইউসুফ আলীর (৬৪) মৃত্যুতে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, মো. ইউসুফ আলী আজ সোমবার ভোর ৫টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ অন্য কয়েকটি অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। আজ বাদ জোহর খোঁজাপুর গোরস্থান সংলগ্ন মাঠে তাঁর জানাযা শেষে সেখানেই তাঁর দাফন সম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদক 


















