
গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলায়ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ৫টায় দলটির তানোর উপজেলা শাখার উদ্যোগে গোল্লাপাড়া বাজার মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আমীর মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন, দলটির ওলামা বিভাগের রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী, তানোর পৌর জামায়াতের আমীর মাওলানাা মুকছেদ আলী, সাধারণ নম্পাদক জুয়েল উদ্দিন, মুন্ডুমালা পৌর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী আফজাল হোসেন, পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমীর জুয়েল রানা, ছাত্রশিবিরের তানোর পূর্বশাখার সভাপতি শাহারিয়ার সহ অনেকে।
এদিকে, ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে একইদিন (সোমবার) বেলা ১১টায় তানোর উপজেলা সদরের জিরোপয়েন্টে ও গোল্লাপাড়া বাজারে তানোর ছাত্র সমাজ ও সাধারণ জনগণের ব্যানারে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময়ে তানোর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
Reporter Name 


















