ঢাকা ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা Logo মোবাইল-ই কাল হলো নবম শ্রেণীর ছাত্রী জ্যামির, শিক্ষকের শাসন -অতঃপর বিষপানের মৃত্যু Logo রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে ২ বাসে আগুন Logo রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত Logo চুয়াডাঙ্গায় অবৈধ সার ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও জরিমানা Logo মহাদেবপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা Logo দুর্গাপুরে ‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন  Logo শীতের গন্ধ, তাপমাত্রা কমছে প্রতিদিন দুই ডিগ্রি ঈশ্বরদীতে দোকানে উঠছে শীতের সোয়েটার-জ্যাকেট, কম্বল Logo পদ্মার চরজুড়ে চলছে ‘অপারেশন ফার্স্ট লাইট’ Logo নীলফামারীতে চার দফা দাবী বাস্তবায়নে বিসিএস প্রভাষক পরিষদের মানবন্ধন ও সংবাদ সম্মেলন

উঠে গেল নিষেধাজ্ঞা, মাঠে ফিরলেন নাসির

ঢাকা : একটি আইফোনকে কেন্দ্র করে দুর্নীতি বিরোধী আচরণবিধি ভঙ্গ হওয়ায় আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নাসির হোসেন। শাস্তির শর্তগুলো সফলভাবে পূর্ণ করায় এ অলরাউন্ডারকে পুনরায় ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নিষেধাজ্ঞা মুক্ত হয়েই মাঠে নামলেন তিনি।

সোমবার (০৭ এপিল) ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমেছেন নাসির। ম্যাচে এখন পর্যন্ত ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। তার দল ১২৫ রানে গাজীর ৮ উইকেট তুলে নিয়েছে।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন নাসির হোসেন। সেখানে একটি আইফোন উপহার নিলেও আমিরাতের দুর্নীতি দমন কর্মকর্তাকে সে তথ্য গোপন করেন বাংলাদেশি অলরাউন্ডার। সে ঘটনার জেরে ২০২৩ সালে সেপ্টেম্বরে ঘরোয়া ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পরবর্তীতে এ ঘটনায় আইসিসি তদন্ত শুরু করলে অপরাধ স্বীকার করে নেন নাসির। এতে বাংলাদেশি অলরাউন্ডারকে ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণ করায় নাসিরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এক বিবৃতিতে নাসিরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিবৃতিতে বলা হয়েছে, শর্তগুলো সফলভাবে পূর্ণ করায় ব্যাটসম্যান নাসির হোসেনকে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে আইসিসি। আইসিসির দুর্নীতি বিরোধী কোড লঙ্ঘনের দায়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ ৩৩ বছর বয়সী ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাধ্যতামূলক দুর্নীতি দমন শিক্ষার সেশনসহ নিষেধাজ্ঞার সবগুলো শর্ত পূরণ করেছেন নাসির। ফলে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে পুনরায় সে ক্রিকেটে ফিরতে পারবে।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, নাসির শাস্তির সব ধরনের শর্ত পূরণ করেছেন, সম্পূর্ণ করেছেন আইসিসির দুর্নীতি বিরোধী বাধ্যতামূলক শিক্ষণীয় সেশনও। ফলে আইসিসি তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে।

জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-২০ খেলেছেন নাসির হোসেন। লাল-সবুজের জার্সি গায়ে সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর ঘরোয়া লিগে পারফর্ম করলেও জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

জাতীয় দলের বাইরে থাকলেও বিতর্কের সঙ্গে জড়িয়ে বিভিন্ন সময় হয়েছেন খবরের শিরোনাম। বিতর্ক পাত্তা না দিয়ে মাঠের ক্রিকেটে বেশ ভালোই করছিলেন। ২০২৩ সালের বিপিএলে ঢাকা ডমিনেটরসের হয়ে ১২ ম্যাচ খেলে ৪৫.৭৫ গড়ে ৩৬৬ রান করেছিলেন। পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১৬ উইকেট।

দৈনিক বার্তা /০৭ এপ্রিল ২০২৫/জেডআরসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা

উঠে গেল নিষেধাজ্ঞা, মাঠে ফিরলেন নাসির

Update Time : ০১:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ঢাকা : একটি আইফোনকে কেন্দ্র করে দুর্নীতি বিরোধী আচরণবিধি ভঙ্গ হওয়ায় আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নাসির হোসেন। শাস্তির শর্তগুলো সফলভাবে পূর্ণ করায় এ অলরাউন্ডারকে পুনরায় ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নিষেধাজ্ঞা মুক্ত হয়েই মাঠে নামলেন তিনি।

সোমবার (০৭ এপিল) ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমেছেন নাসির। ম্যাচে এখন পর্যন্ত ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। তার দল ১২৫ রানে গাজীর ৮ উইকেট তুলে নিয়েছে।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন নাসির হোসেন। সেখানে একটি আইফোন উপহার নিলেও আমিরাতের দুর্নীতি দমন কর্মকর্তাকে সে তথ্য গোপন করেন বাংলাদেশি অলরাউন্ডার। সে ঘটনার জেরে ২০২৩ সালে সেপ্টেম্বরে ঘরোয়া ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পরবর্তীতে এ ঘটনায় আইসিসি তদন্ত শুরু করলে অপরাধ স্বীকার করে নেন নাসির। এতে বাংলাদেশি অলরাউন্ডারকে ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণ করায় নাসিরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এক বিবৃতিতে নাসিরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিবৃতিতে বলা হয়েছে, শর্তগুলো সফলভাবে পূর্ণ করায় ব্যাটসম্যান নাসির হোসেনকে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে আইসিসি। আইসিসির দুর্নীতি বিরোধী কোড লঙ্ঘনের দায়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ ৩৩ বছর বয়সী ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাধ্যতামূলক দুর্নীতি দমন শিক্ষার সেশনসহ নিষেধাজ্ঞার সবগুলো শর্ত পূরণ করেছেন নাসির। ফলে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে পুনরায় সে ক্রিকেটে ফিরতে পারবে।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, নাসির শাস্তির সব ধরনের শর্ত পূরণ করেছেন, সম্পূর্ণ করেছেন আইসিসির দুর্নীতি বিরোধী বাধ্যতামূলক শিক্ষণীয় সেশনও। ফলে আইসিসি তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে।

জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-২০ খেলেছেন নাসির হোসেন। লাল-সবুজের জার্সি গায়ে সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর ঘরোয়া লিগে পারফর্ম করলেও জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

জাতীয় দলের বাইরে থাকলেও বিতর্কের সঙ্গে জড়িয়ে বিভিন্ন সময় হয়েছেন খবরের শিরোনাম। বিতর্ক পাত্তা না দিয়ে মাঠের ক্রিকেটে বেশ ভালোই করছিলেন। ২০২৩ সালের বিপিএলে ঢাকা ডমিনেটরসের হয়ে ১২ ম্যাচ খেলে ৪৫.৭৫ গড়ে ৩৬৬ রান করেছিলেন। পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১৬ উইকেট।

দৈনিক বার্তা /০৭ এপ্রিল ২০২৫/জেডআরসি