পাবনা সদরের চরতারাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক ও বর্তমান নেতাকর্মীদের নিয়ে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে তারাবাড়িয়া আবু বকর সিদ্দিক আলিম মাদরাসা মাঠে বিশাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাকর্মীদের মিলনমেলায় পরিনত হয়।
চরতারাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মীর্জা আব্দুল বারেকের সভাপতিত্বে ও পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এসএম পাপ্পুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন।
তিনি বলেন, মাদক মুক্ত ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে হবে। মা-বোনরা যেন নির্বিঘ্নে রাস্তায় চলতে পারে। সমাজের মানুষের প্রতি আস্থা অর্জন করতে হবে। আমরা এমন কোন কাজ করব না যেন জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। মানুষের নিরাপদের ব্যবস্থা করতে হবে। কারও উপর কোন হামলা করা যাবে না। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সবার সঙ্গে একসঙ্গে চলতে হবে।
নেতাকর্মীদের উদ্যোশে তিনি বলেন, কেউ যদি কোন অপকর্ম করে তাহলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। কারও দোকান, পুকুর, হাটবাজার, জমি দখল করা যাবে না। আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
আমাদের খেয়াল রাখতে হবে বর্তমানে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না মর্মে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের অনেকেই হামলা মামলা, জুলুম নির্যাতন ও হত্যার শিকার হয়েছে। আবু সাঈদ জীবন দিয়ে যে আওয়ামী ফ্যাসিবাদ দুর করে গেছে সেটা কোনভাবেই ম্লান করা যাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাস। তিনি বলেন, বর্তমান যুব সমাজকে মাদক ও ইভটিজিং থেকে দূরে রাখতে হবে। অন্যায় অবিচার মুক্ত ন্যায় ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করতে বিএনপি নেতাকর্মীদের কাজ করতে হবে। দখলদারিত্ব চাঁদাবাজি যারা করবে তাদের কোন ছাড় দেওয়া হবে না। কুচক্রী মহল যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। গ্রামগঞ্জে ফ্যাসিবাদ বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কোন ষড়যন্ত্রকারী যেন মাথা চারা দিতে না পারে সেদিকে সোচ্চার থাকতে হবে। আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে নিরলসভাবে কাজ করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ফরহাদ জোয়ার্দার, সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রইজ উদ্দিন বিশ্বাস, সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মজিদ মন্ডল, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহসান হাবিব আকাশ, জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিটন, পাবনা সদর থানা বিএনপির সাবেক সদস্য আজাদুন্নবী কাজল, পৌর বিএনপি নেতা কাজী হান্নান টিক্কা, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো: নাসিম হোসেন, চরতারাপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আব্দুস সালাম, সাংগঠনিক মনছুর আলী, কৃষকদের সভাপতি ইয়ার আলী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, বিএনপি নেতা আবু দাউদ সেখ, খোকন খান সহ চরতারাপুর ও সুজানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।