প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠকে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় উত্থাপিত হওয়ায় তা স্বাগত জানিয়েছে বিএনপি। তবে, ভারতের পক্ষ থেকে আশানুরূপ সাড়া মেলেনি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ শনিবার (৫ এপ্রিল) বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের স্বার্থকে উত্থাপন করে যে আলোচনা হয়েছে তা স্বাগত জানায় বিএনপি। তবে, শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। পাশাপাশি শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির জবাব ভারত এখন পর্যন্ত দেয়নি।
এছাড়া সীমান্ত হত্যা নিয়ে কথা হলেও তার প্রতিশ্রুতি পাওয়া যায়নি বলেও জানান সালাহউদ্দিন আহমেদ।
তিস্তা চুক্তি জটিল বিষয় জানিয়ে বিএনপির এই নেতা জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় সরকারকে সমুন্নত রেখে সবার ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা, প্রসিকিউসন টিমের সংখ্যা ও তদন্ত টিমের সংখ্যা বাড়ানো দরকার।