পবিত্র ঈদ—উল ফিতর—২০২৫ উপলক্ষ্যে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করা এবং বাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধ করার লক্ষ্যে বাস কাউন্টারে বিআরটিএ, চাপাইনবাবগঞ্জ সার্কেল কর্তৃক ভিজিলেন্স টিম এর মনিটরিং কার্যক্রম গ্রহণ করা হয়।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১ টায় উক্ত কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ। পুলিশ বিভাগ, সড়ক পরিবহন মালিক গ্রুপ প্রতিনিধি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: শাহজামান হক ও কর্মকর্তা—কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাস কাউন্টারে অভিযান পরিচালনা শেষে শহরের অক্ট্রয় মোড় এবং বিশ্বরোড মোড়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিআরটিএ এবং পুলিশ বিভাগ সার্বিক সহযোগিতা করেন।