চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।
আজ বুধবার বিকেলে মৃধাপাড়া হাই স্কুল স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশের আয়োজনে বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মৃধাপাড়া উচ্চ বিদ্যালয় স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল আওয়াল রুবেল এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। এতে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আহসানউল্লাহ হল বুয়েটের সাবেক ভিপি ও চাঁপাইনবাবগঞ্জ— ২ আসনে আগামী জাতীয় সংসদ নিবার্নে বিএনপির মনোয়ন প্রত্যাশী ইমদাদুল হক মাসুদ।
এতে প্রধান বক্তা ছিলেন, পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও গোমস্তাপুর উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়ের (অবঃ) শিক্ষক আব্দুস সালাম। এতে আরও উপস্থিত ছিলেন,মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মনিরুল ইসলাম, শিক্ষক রফিকুল ইসলাম, আব্দুস সুবহান মন্ডল,সেকান্দার আলী, আশরাফুল ইসলামসহ নবীন প্রবীণ শিক্ষার্থীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।