
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে ঈদুল ফিতরের দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় দেখা গেছে। আজ সোমবার সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সন্ধ্যা যত ঘনিয়া আসছিল দর্শনার্থীদের সমাগম ততই বাড়তে থাকে।
শিক্ষক সাদিকুল ইসলাম বলেন, এই সেতুটিতে কয়েক বছর ধরে ব্যাপক দর্শনার্থীদের সমাগম হয়। বিশেষ করে ঈদুল ফিতর ও ঈদুল আজাহারে অনেক লোকের উপস্থিতি দেখা যায়। মহানন্দা নদীর ওপরে এই সেতুটি নির্মিত। এখানে অপরূপ দৃশ্য ধারণ করে বিকেলে। সূর্যের ডুবন্ত মূহুর্তে আকাশ বিভিন্ন রুপ ধারণ করে, সেটা দেখে দর্শনার্থীরা মনোমুগ্ধ হয়।
ছেলেকে নিয়ে ঘুরতে আসা কামরুজ্জামান বাবু জানান, ছেলে আবদার করেছে সেখানে ঘুরতে না গেলে নাকি ঈদ মানাবে না। তাইতো ছেলেকে নিয়ে এখানে ঘুরতে এসেছি। আমাদের এলাকার আশেপাশে কোন পার্ক না থাকায় শিশু বাচ্চারা কোথাও যেতে পারে না। তাইতো পার্কের ব্যতিক্রম এই জায়গাটাকে নির্ধারণ করেছি। চাকরিজীবনে পরিবারকে সেভাবে সময় দিতে পারি না। তাই ঈদের ছুটিতে বাড়িতে এসে পরিবারকে সময় দিচ্ছি।
গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুলিশের একটি টহল টীম সেখানে অবস্থান করছে। সাদা পোশাকেও পুলিশ ডিউটি করছে। দর্শনার্থীরা নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করছে। কোন অপৃতিকর ঘটনা লক্ষ্য করা যায়নি। এছাড়া দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে রাত আটটার আগে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক 


















