
নিজের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে ক্রিস্তিয়ানো রোনালদো নিজেকে নিয়ে গেছেন গ্রেটদের কাতারে। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার তিনি। সময়ের অন্যতম সেরা কিলিয়ান এমবাপের মাঝে অনেকেই দেখেন সেই একই মানের রেকর্ড গড়ার সম্ভাবনা। কার্লো আনচেলত্তিও ব্যতিক্রম নন। রিয়াল কোচ মনে করেন, ফরাসি তারকার পক্ষে সম্ভব রোনালদোর মানে যাওয়ার।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়ালে খেলেন রোনালদো। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলগত অর্জনের দিক থেকেও তিনি ওই সময়ে স্প্যানিশ ক্লাবটিকে দিয়েছিলেন ভিন্ন মাত্রাই। তাকে আইডল মানা এমবাপে রিয়ালে যোগ দিয়ে আছেন দারুণ ছন্দেই। এরই মধ্যে করে ফেলেছেন ৩৩ গোল, যা দলটিতে নিজের প্রথম মৌসুমে রোনালদোর সমান সংখ্যক গোল। তুলনাটা তাই চলেই আসছে।
সোমবার সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্নে আনচেলত্তি প্রশংসাই করেছেন এমবাপের। “এমবাপের জন্য রোনালদো জায়গায় যাওয়া একটু কঠিনই হবে। তবে আমি বিশ্বাস করি, দীর্ঘ মেয়াদে সে সেই জায়গায় যেতে পারবে। বলার অপেক্ষা রাখে না, তার সেই সামর্থ্য আছে৷ আমি আশা করি সে যেন এই ক্লাবের কিংবদন্তি হয়ে উঠতে পারেন। সে এখানে এটা করতে পারে। রিয়ালে ক্রিস্তিয়ানো প্রভাব গোলের চেয়েও অনেক বেশি ছিল।”
লেফট উইং পছন্দের পজিশন হলেও রিয়ালে আসার পর থেকে এমবাপেকে খেলতে হচ্ছে স্ট্রাইকার হিসেবে। তিনি সেখানে দারুণভাবে মানিয়ে নেওয়ায় বেঞ্চেই অধিকাংশ সময় পার করতে হচ্ছে ব্রাজিলের তরুণ সেনসেশন এন্দ্রিক। এই মৌসুমে কালেভদ্রে শুরুর একাদশে জায়গা মিলছে তার। বদলি হিসেবেও হতে পারেননি নিয়মিত।
আনচেলত্তি অবশ্য মনে করেন, এই বাস্তবতা মেনেই এন্দ্রিককে এগিয়ে যেতে হবে। “এন্দ্রিক ভালো করছে, সে কোপা দেল রে-তে খেলতে পারে। সবাইকে সমান সুযোগ দেওয়া সম্ভব নয়। কখনও কখনও আপনাকে এটা মেনে নিতে হবে যে, আপনাকে বেঞ্চে থাকতে হবে। কারণ, এই দলটি বিশ্বমানের সব খেলোয়াড় দিয়ে পরিপূর্ণ।”
ক্রীড়াঙ্গন ডেস্ক 






















