চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও ভোলাহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মোসাঃ শাহনাজ খাতুনের সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রোববার (৩০ মার্চ ২০২৫) দোয়া, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় তার আলীসাহাসপুরের নিজস্ব বাসভবনে।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সহসভাপতি এম. এস. আই শরীফ, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ রবিউল ইসলাম রাব্বি, ময়ামারী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আতাউর রহমান, সাবেক ছাত্রনেতা মোঃ রওশন আলী, ডেন্টিষ্ট মোঃ আলমগীর কবির (ডি.টি.টি), প্রেসক্লাবের দপ্তরী শামসুদ্দিন গরিবুলসহ স্থানীয় সাধারণ জনগণ ও মহিলারা উপস্থিত ছিলেন।

এর আগে ভোলাহাটের প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা মেডিকেল
মোড়ে ও ২নং কাউন্সিলমোড়ে সাড়ে ৩ শতাধিক ভ্যান ও রিক্সা চালকদের ইফতারী সামগ্রী প্রদান করা হয়। এ সময় ডেন্টিস আলমগীর কবির ও সাবেক ছাত্রদলের মোঃ রওশন আলী ও ছাত্রনেতা শাহ্ সিফাত আলীসহ অন্যরা ইফতার বিতরণ করেন।
ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও ভোলাহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মোসাঃ শাহনাজ খাতুনের সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সাংবাদিকের জবাবে বলেন, এবারের আয়োজনটি ছিল ভিন্ন ধরণের। বর্তমান দেশের পরিস্থিতি আর আওয়ামী পেশীশক্তির রোষানলে পড়ে আমার নেতাকর্মী ভাইবোন বন্ধুদের হতে হয়েছে খুন-গুম আর মিথ্যা মামলা-হামলার শিকার।
তিনি আরো বলেন, আমি ২০১২ সাল থেকে এ আয়োজন করছি। আগামীতে সকলের সহযোগিতা পেলে আরো বড় পরিসরে করার আশ্বাস দিচ্ছি। আরেকটি বিষয় বর্তমান ফিলিস্তিনের সকল অসহায় মানুষের জন্য দোয়া ও তাদের সার্বিক মঙ্গল কামনা করছি।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ ইলিশমারী হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হাসান।