চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদি হাসান নামে স্থানীয় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ১২টার সময় সদর উপজেলার হোসেনডাইং রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। পরে বেলা আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি। মেহেদি হাসানের বাবা মাহবুব রশিদ বাবু তাঁর ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মেহেদি হাসান অনলাইন নিউজ পোর্টাল দেশ বুলেটিনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের লাইনপাড়ায়।
চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী শাটল—১ ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন মেহেদি হাসান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়।
জেলা হাসপাতালের চিকিৎসক মো. ফজর আলী লাল বলেন, মেহেদি হাসানের হাত ও পায়ে গভীর জখম ছিল। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মেহেদি হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর মেহেদি হাসান মারা যান বলে জানান তাঁর বাবা মাহবুব রশিদ বাবু। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে।