রাজশাহী: আর মাত্র দুই বা তিনদিন পরেই শুর হতে যাচ্ছে মুসলিম উম্মাহ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ লক্ষে শুক্রবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি রাজশাহী মহানগরের অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ড অসহায় ও দুঃস্থদের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয। অত্র ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঈদুর রহমান (মঈদ) এই ঈদ উপহার বিতরনের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহহ্বায়ক নজরুল হুদা, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু। অনুষ্ঠানে অত্র ওয়ার্ডের দুঃস্থ অসহায় চল্লিশটি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রধান অতিথি বলেন, বিএনপি সবাইকে নিয়ে একসাথে আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপনের লক্ষে নগরব্যাপি দুঃস্থ ও অসহায়দের ঈদ সামগ্রী উপহার হিসেবে প্রদান অব্যাহত রয়েছে। তিনি বলেন, বর্তমানে জনগণের অবস্থা তেমন ভাল নেই। পতিত সরকার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলেছে। এ অবস্থায় খেয়ে পড়ে বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। এজন্য ঐসকল অসতায়দের পাশে দাঁড়ানোর জন্যই তারেক রহমান নির্দেশনা প্রদান করেছে। তাঁরই নিদের্শনা অনুয়ায়ী বিএনপি অসহায় ও দুঃস্থদের পাশে এসে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি।