ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা Logo মোবাইল-ই কাল হলো নবম শ্রেণীর ছাত্রী জ্যামির, শিক্ষকের শাসন -অতঃপর বিষপানের মৃত্যু Logo রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে ২ বাসে আগুন Logo রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত Logo চুয়াডাঙ্গায় অবৈধ সার ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও জরিমানা Logo মহাদেবপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা Logo দুর্গাপুরে ‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন  Logo শীতের গন্ধ, তাপমাত্রা কমছে প্রতিদিন দুই ডিগ্রি ঈশ্বরদীতে দোকানে উঠছে শীতের সোয়েটার-জ্যাকেট, কম্বল Logo পদ্মার চরজুড়ে চলছে ‘অপারেশন ফার্স্ট লাইট’ Logo নীলফামারীতে চার দফা দাবী বাস্তবায়নে বিসিএস প্রভাষক পরিষদের মানবন্ধন ও সংবাদ সম্মেলন

শিল্পী ইতু সোমের ভিডিওচিত্র ‘নয়ন জুড়াই’

ঢাকা : এই ঈদুল ফিতরে শ্রোতা-দর্শকদের জন্য নতুন গানচিত্র উপহার দিচ্ছেন সময়ের প্রতিভাবান শিল্পী ইতু সোম। নিজের লেখা, সুর ও কণ্ঠে এবং এসকে প্রকাশের সংগীতায়োজনে ‘নয়ন জুড়াই’ শিরোনামের এই গানচিত্রটি নির্মাণ করেছেন গীতিকার ও সুরকার রনক রায়হান।

সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে শুটিং সম্পন্ন হয়। গানটির চিত্রায়নে ছিলেন মো. কাওসার। ‘রনক রায়হান মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন মুক্তি পাবে গানচিত্রটি। একই ব্যানারে আরও তিনটি গানের ভিডিওচিত্র প্রকাশ হবে শিগগিরই।

গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ইতু সোম বলেন, গান গেয়ে ছোটবেলা থেকেই বন্ধু, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শিক্ষকদের উৎসাহ পেয়ে আসছি। সবার অনুপ্রেরণায় এবার দর্শকদের ভালোবাসা পেতে ভালো কিছু গান উপহার দিতে চাই। গান দিয়েই আমৃত্যু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে কাজ করে যাচ্ছি।

ইতু সোম। এই সময়ের তরুণ উদীয়মান শিল্পী। গানের হাতেখড়ি চার বছর বয়সেই। তার মা, বড় বোন ও মেজো বোন গান করতেন। তাদের উৎসাহেই গানের পথচলা। স্কুল-কলেজ কিংবা পাড়া-মহল্লার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্জন করেছেন নানান পুরস্কার।

দ্বিতীয় শ্রেণিতে পড়াকালিন তিনি কবিতা লিখতে শুরু করেন। প্রায় ২৫০টি কবিতা লিখেছেন তিনি। কলেজ ম্যাগাজিন, পত্রিকা ও ম্যাগাজিনে কবিতা ছাপা হয়েছে তার।

ইতু মাস্টার্স সম্পন্ন করেছেন বরিশাল বিএম কলেজ থেকে। বরিশাল ‘ল’ কলেজ থেকে সম্পন্ন করেছেন এলএলবি। বরিশালের জজ কোর্ট কম্পাউন্ডে অবস্থিত বাংলাদেশ লিগ্যাল এইডে কর্মরত ছিলেন ৯ বছর। ছাত্রজীবনে ক্রিকেট খেলেছেন ৬ বছর। শিক্ষকতা করেছেন প্রায় ১৫ বছর।

গান লেখার অভ্যাসটি ছাত্রজীবন থেকেই। এ পর্যন্ত ২০০টির অধিক গান লিখেছেন তিনি। আইন পেশার পাশাপাশি নিয়মিত নিজেকে ব্যস্ত রেখেছেন সংগীত জগতে। সংগঠনে জড়িত ছিলেন ১৫ বছর। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়েছেন দর্শক-শ্রোতাদের।

২০১৮ সালে ‘ইতু সোম’ ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিজের গান প্রকাশ করছেন। পাশাপাশি নিজের ফেসবুকেও গান আপলোড করেন। খালি কণ্ঠে কিংবদন্তী শিল্পী মনি কিশোর-এর ‘কি ছিলে আমার’ ফেসবুকে ও ইউটিউবে প্রকাশ করে মানুষের নজর কাড়েন। এটি দিয়েই অনেক সংগীত পরিচালকের ডাক পান।

প্রথমদিকে বরিশালের বিভিন্ন স্টুডিওতে গান রেকর্ড করতেন। একপর্যায়ে ঢাকায়ও গানের ভয়েস দেন। এ পর্যন্ত ১০-১২টি স্টুডিওতে নিজের গানের রেকর্ড করিয়েছেন তিনি।

ইতু সোমের লেখা মৌলিক গানের প্রথম মিউজিক ভিডিও ‘বন্ধুর লাগি’ রিলিজ হয় ২০১৮ সালে। মিতু মোর্শেদের পরিচালনায় ‘এম রেফারেন্স টিভি’ নামে ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গানটি।

এরপর ধীরে ধীরে তার বেশ কিছু গান ‘ইতু সোম’ ইউটিউব চ্যানেলের পাশাপাশি অন্য ইউটিউব চ্যানেলে রিলিজ হয়। ইতু সোমের মুক্তিপ্রাপ্ত গানগুলো হচ্ছে, ‘জানি মরণের পরেও’, ‘না পারি কইতে’, ‘একটা প্রেমিক যদি পাইতাম’, ‘আমি প্রেম কি জানিনা’, ‘ভালোবাসার জন্য আমি’, ‘আঁধো আলো ছায়াতে’, ‘মনেরই রঙে রাঙাবো তোমায়’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘আদরের ময়না’, ‘কথা কইও না’ ইত্যাদি।

দৈনিক বার্তা/ ২৯ মার্চ ২০২৫/ জেডআরসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা

শিল্পী ইতু সোমের ভিডিওচিত্র ‘নয়ন জুড়াই’

Update Time : ০৩:২৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

ঢাকা : এই ঈদুল ফিতরে শ্রোতা-দর্শকদের জন্য নতুন গানচিত্র উপহার দিচ্ছেন সময়ের প্রতিভাবান শিল্পী ইতু সোম। নিজের লেখা, সুর ও কণ্ঠে এবং এসকে প্রকাশের সংগীতায়োজনে ‘নয়ন জুড়াই’ শিরোনামের এই গানচিত্রটি নির্মাণ করেছেন গীতিকার ও সুরকার রনক রায়হান।

সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে শুটিং সম্পন্ন হয়। গানটির চিত্রায়নে ছিলেন মো. কাওসার। ‘রনক রায়হান মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন মুক্তি পাবে গানচিত্রটি। একই ব্যানারে আরও তিনটি গানের ভিডিওচিত্র প্রকাশ হবে শিগগিরই।

গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ইতু সোম বলেন, গান গেয়ে ছোটবেলা থেকেই বন্ধু, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শিক্ষকদের উৎসাহ পেয়ে আসছি। সবার অনুপ্রেরণায় এবার দর্শকদের ভালোবাসা পেতে ভালো কিছু গান উপহার দিতে চাই। গান দিয়েই আমৃত্যু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে কাজ করে যাচ্ছি।

ইতু সোম। এই সময়ের তরুণ উদীয়মান শিল্পী। গানের হাতেখড়ি চার বছর বয়সেই। তার মা, বড় বোন ও মেজো বোন গান করতেন। তাদের উৎসাহেই গানের পথচলা। স্কুল-কলেজ কিংবা পাড়া-মহল্লার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্জন করেছেন নানান পুরস্কার।

দ্বিতীয় শ্রেণিতে পড়াকালিন তিনি কবিতা লিখতে শুরু করেন। প্রায় ২৫০টি কবিতা লিখেছেন তিনি। কলেজ ম্যাগাজিন, পত্রিকা ও ম্যাগাজিনে কবিতা ছাপা হয়েছে তার।

ইতু মাস্টার্স সম্পন্ন করেছেন বরিশাল বিএম কলেজ থেকে। বরিশাল ‘ল’ কলেজ থেকে সম্পন্ন করেছেন এলএলবি। বরিশালের জজ কোর্ট কম্পাউন্ডে অবস্থিত বাংলাদেশ লিগ্যাল এইডে কর্মরত ছিলেন ৯ বছর। ছাত্রজীবনে ক্রিকেট খেলেছেন ৬ বছর। শিক্ষকতা করেছেন প্রায় ১৫ বছর।

গান লেখার অভ্যাসটি ছাত্রজীবন থেকেই। এ পর্যন্ত ২০০টির অধিক গান লিখেছেন তিনি। আইন পেশার পাশাপাশি নিয়মিত নিজেকে ব্যস্ত রেখেছেন সংগীত জগতে। সংগঠনে জড়িত ছিলেন ১৫ বছর। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়েছেন দর্শক-শ্রোতাদের।

২০১৮ সালে ‘ইতু সোম’ ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিজের গান প্রকাশ করছেন। পাশাপাশি নিজের ফেসবুকেও গান আপলোড করেন। খালি কণ্ঠে কিংবদন্তী শিল্পী মনি কিশোর-এর ‘কি ছিলে আমার’ ফেসবুকে ও ইউটিউবে প্রকাশ করে মানুষের নজর কাড়েন। এটি দিয়েই অনেক সংগীত পরিচালকের ডাক পান।

প্রথমদিকে বরিশালের বিভিন্ন স্টুডিওতে গান রেকর্ড করতেন। একপর্যায়ে ঢাকায়ও গানের ভয়েস দেন। এ পর্যন্ত ১০-১২টি স্টুডিওতে নিজের গানের রেকর্ড করিয়েছেন তিনি।

ইতু সোমের লেখা মৌলিক গানের প্রথম মিউজিক ভিডিও ‘বন্ধুর লাগি’ রিলিজ হয় ২০১৮ সালে। মিতু মোর্শেদের পরিচালনায় ‘এম রেফারেন্স টিভি’ নামে ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গানটি।

এরপর ধীরে ধীরে তার বেশ কিছু গান ‘ইতু সোম’ ইউটিউব চ্যানেলের পাশাপাশি অন্য ইউটিউব চ্যানেলে রিলিজ হয়। ইতু সোমের মুক্তিপ্রাপ্ত গানগুলো হচ্ছে, ‘জানি মরণের পরেও’, ‘না পারি কইতে’, ‘একটা প্রেমিক যদি পাইতাম’, ‘আমি প্রেম কি জানিনা’, ‘ভালোবাসার জন্য আমি’, ‘আঁধো আলো ছায়াতে’, ‘মনেরই রঙে রাঙাবো তোমায়’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘আদরের ময়না’, ‘কথা কইও না’ ইত্যাদি।

দৈনিক বার্তা/ ২৯ মার্চ ২০২৫/ জেডআরসি