
রাজশাহী মহানগরীর অন্তর্গত রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ৩টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের আহ্বায়ক মীর তারেক খালেদ এবং শাহ্ মখ্দুম ও চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক সুমন ও ফাহি এর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট মামলা দায়ের করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজপাড়া থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহিদ এর সার্বিক তত্বাবধানে এবং আয়োজনে রাজশাহী মহানগরের সিএন্ডবি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নেতৃবৃন্দ। মিছিল নিয়ে তারা লক্ষ্মীপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর মোড়ে এসে শেষ করেন নেতাকর্মীরা। এরপর রবি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশ থেকে এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান জাহিদসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক 



















