চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় মোবাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে । এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিলের মোবাইলে ফয়সাল আহমেদের জুয়া খেলে ৩০ হাজার টাকা হারে। এতে ফয়সাল আহমেদের স্ত্রী ফাহমিদা খাতুন গতকাল বৃহস্পতিবার সকালে সাকিলের কলার ধরে চড়থাপ্পড় মারে। এতে আব্দুর রহমান বুলু ও শফিকুল ইসলাম উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পযার্য়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছে। আহতরা হলো— আব্দুর রহমান বুলু, শফিকুল ইসলাম ও তার ভাবী জুবেদা খাতুন ও নার্গিশ বেগম। সকলের বাড়ি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, বোলিয়াতে মারামারির ঘটনায় চারজন হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য গতকালকে এসেছিল। তিনজন হাসপাতালে ভর্তি আছে ও একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন জানান, শুনেছি গতকালকে সেখানে মারামারির ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।