
রাজশাহীর পবায় বস্ত্র ও পাট মন্ত্রনণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় তালিকাভুক্ত পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের হাতে পাটবীজ ও রাসায়নিক সার তুলে দিয়ে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ অজিত কুমার রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলামসহ কৃষক ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য উপজেলার দুই হাজার ৫২০ জন পাট উৎপাদনকারী কৃষকের মাঝে পাটবীজ ও রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে। কৃষককে বিঘা প্রতি এক কেজি পাটবীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হবে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 


















